'তরুণ লেখক ফোরাম' জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৮ অক্টোবর, ২০২৫

'তরুণ লেখক ফোরাম' জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

'বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম' জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫–২৬ কার্যবর্ষের জন্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৭ জনকে নতুন কার্যবর্ষের জন্য মনোনীত করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক আবদুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে গত ১৬ অক্টোবর প্রকাশিত অন্য এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে হুমাইরা খানম জেরীন এবং সাধারণ সম্পাদক হিসেবে তারেক আল মুনতাছির-এর নাম ঘোষণা করা হয়েছিল।

পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি তপন কুমার ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম আকাশ, সাংগঠনিক সম্পাদক মো. হাসনাইন রিজেন, সহ-সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা ত্বোহা, অর্থ সম্পাদক কাজী মালিহা আক্তার, দপ্তর সম্পাদক নুসরাত জাহান জেরিন, উপ-দপ্তর সম্পাদক ইকরামুল হক শাহ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাইমা খাতুন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জি.সি. দেবনাথ, প্রচার সম্পাদক তানজিনা আক্তার চৈতি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ নুর হোসেন নয়ন, সম্পাদকীয় পর্ষদ সদস্য সাব্বির হাসান নিরব ও রায়হান উদ্দিন, এবং কার্যনির্বাহী সদস্য মুহিবুল হাসান রাফি ও তাসনিয়া তাবাচ্ছুম।

সভাপতি হুমাইরা খানম জেরীন বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় লেখক ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করব। আমরা চাই এই শাখা সৃজনশীল লেখালেখির এক প্রাণকেন্দ্রে পরিণত হোক।”

সাধারণ সম্পাদক তারেক আল মুনতাছির বলেন, “নতুন দায়িত্বে সবার সহযোগিতা ও পরামর্শে সংগঠনটিকে একটি শক্তিশালী ও আদর্শ লেখক সংগঠনে রূপ দিতে চাই।”

ফোরামের কেন্দ্রীয় পর্ষদ আশাবাদ জানিয়েছে, নতুন নেতৃত্বের হাতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা আরও গতিশীল, সৃজনশীল ও কার্যকর হয়ে উঠবে।

ক্যাটাগরি:
ক্যাম্পাস