.jpg&w=3840&q=75)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহিদ ফরহাদ হোসেন হল ক্যান্টিনে খাবার না পেয়ে এক কর্মচারীকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে । ওই শিক্ষার্থীর নাম ইবরাজ হাসান মাহমুদ সামির। তিনি ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী।
শুক্রবার ( ২৪ অক্টোবর) দুপুর খাবার নেওয়ার সময় এই ঘটনা ঘটে। এই ঘটনার পর আতঙ্কিত হয়ে রাতেই ক্যান্টিন ছাড়েন কর্মচারীরা। আজ শনিবারও বন্ধ রয়েছে ক্যান্টিন। ফলে ভোগান্তিতে পড়েন সেই হলের শিক্ষার্থীরা।
হল সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের বিরতির সময় মাহমুদ সামির নামের ওই শিক্ষার্থী খাবার নিতে যান। কর্তব্যরত কর্মচারী তখন জানান, এখন বিরতি চলছে মালিক নামাজে গেছে, জুমার পরে আসেন এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থী বুয়াকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে হাতাহাতি হয়। অশ্লীল ভাষায় গালিগালাজের একটি ভিডিও সিটিজি পোস্টের প্রতিনিধির হাতে এসেছে।
ভুক্তভোগী ওই কর্মচারীর নাম বোরহান উদ্দিন। তিনি বলেন, ‘‘নামাজে যাওয়ার জন্য দুপুর ১ টা ২৫ মিনিটে খাবার দেওয়া বন্ধ হয়ে যায়। মালিক নামাজে চলে গেছিলেন, এই সময় ওরা কয়েকজন আসলে আমি তাদেরকে বলি এখন খাবার বিতরণ বন্ধ হচ্ছে, নামাজের পরে আসেন। একথা বলাই তারা আমার সাথে উচ্চ-বাচ্চ করে, এবং মালিককে ফোন দিতে বলে। আমি বলি আপনারাই ফোন দেন, সাথে সাথেই সে অশ্লীল গালিগালাজ করে আমার দিকে তেড়ে আসে এবং আমাকে চড় থাপ্পড় দিয়ে ধাক্কাতে ধাক্কাতে ক্যান্টিন থেকে বের করে দেয়।’’
এদিকে অভিযুক্ত মাহমুদ সামির বলেন, ‘‘দুপুরে খাবার নিতে গেলে ওই কর্মচারী আমাদের জানাই এখন খাবার দেওয়া যাবে না। আমি তাদেরকে খাবার দিতে বলি কিন্তু সে আমাকে গালি দিলে আমিও গালিগালাজ করি তবে সেখানে মারধরের ঘটনা ঘটেনি, হাতাহাতি হয়েছে।’’
শহীদ ফরহাদ হলের ভিপি শরিফুল ইসলাম এ ব্যাপারে বলেন, ‘‘গত বৃহস্পতিবার রাতেও বাকবিতন্ডার খবরে ডাইনিং-ক্যান্টিন সম্পাদক গিয়ে পরিস্থিতি মীমাংসা করে। জুম্মায় মসজিদে অবস্থানকালে কল আসে ক্যান্টিন বয়ের সাথে ছাত্রের বাকবিতন্ডার জেরে পরিস্থিতি অশান্ত হয়ে গেছে। নামায শেষে ফিরে উভয়পক্ষকেই ক্যান্টিনে পাই তর্কাতর্কি অবস্থায়। পারস্পরিক সহনশীলতা বৃদ্ধির পরামর্শ দিয়ে তাৎক্ষণিক মীমাংসার চেষ্টা করি। কর্মচারীরা কাজে ব্যস্ত হয়, ছাত্ররা রুমে ফিরে।’’
তিনি আরো বলেন, ‘‘সকালে ডাইনিং-ক্যান্টিন সম্পাদক ফোনে জানায় গতকালের ঘটনায় ভয়ে কর্মচারীরা রাতে পালিয়ে গেছে। যার ফলে আজ শনিবার ক্যান্টিনে রান্না বন্ধ, সকালে কোন রান্না হয়নি, দুপুরেও হচ্ছে না যার কারণে অনেক শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছে। এক্ষেত্রে সবাইকে বলব স্বপ্রণোদিত হয়ে যেকোনো পরিস্থিতি সৃষ্টি না করে আমাদের জানালে আমরা হল প্রশাসনের সাথে বসে বিষয়গুলো সমাধান করতে সহজ হবে।’’
এদিকে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল মান্নান জানান, ‘‘আমি হলে এখনো যায়নি। কর্মচারীদের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে শুনেছি ওখানে গিয়ে সব শুনে বিস্তারিত বলতে পারব।’’
.jpg&w=3840&q=75)
২৬ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের কানখাইয়া খালের অনিয়ম-দূর্নীতি, বৃক্ষ নিধন ও ধ্বংসনিপীড়নের দৃশ্য ক্যামেরাবন্দি ও ফেসবুকে পোস্ট করায় এক গণমাধ্যম কর্মীকে চাঁদাবাজি ও মামলার হুমকি দেন ধর্মপুর ইউনিয়নের এক বহিস্কৃত বিএনপি নেতা। চাঁদাবাজি ও মামলার হুমকি দেওয়া বহিস্কৃত বিএনপি নেতার নাম তারেক। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্ব...
.jpg&w=3840&q=75)
২৫ অক্টোবর, ২০২৫

২৫ অক্টোবর, ২০২৫

২৫ অক্টোবর, ২০২৫
_(55).jpg&w=3840&q=75)
২৪ অক্টোবর, ২০২৫
.jpg&w=3840&q=75)
২৬ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের কানখাইয়া খালের অনিয়ম-দূর্নীতি, বৃক্ষ নিধন ও ধ্বংসনিপীড়নের দৃশ্য ক্যামেরাবন্দি ও ফেসবুকে পোস্ট করায় এক গণমাধ্যম কর্মীকে চাঁদাবাজি ও মামলার হুমকি দেন ধর্মপুর ইউনিয়নের এক বহিস্কৃত বিএনপি নেতা। চাঁদাবাজি ও মা...