চবিতে বরিশাল বিভাগীয় ছাত্র সমিতির নেতৃত্বে মাহীন-তুহিন
চবি প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৬ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বরিশাল বিভাগীয় ছাত্র সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জাদুঘর চত্বরে আয়োজিত এক সভায় উপদেষ্টামণ্ডলীর উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা জনাব আতাউর রহমান, জনাব আনোয়ার হোসেন মিজান ও জনাব মাইনুল ইসলাম মইন। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন সমিতির সাবেক নেতৃবৃন্দ ও বর্তমান সদস্যরা।
উপদেষ্টামণ্ডলী, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে নতুন কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মাহীন জামান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাইমুন ইসলাম তুহিন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইশিতা সাথী, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম তারেক।
সভায় জানানো হয়, আগামী এক সপ্তাহের মধ্যে বরিশাল বিভাগীয় ছাত্র সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
সিটিজিপোস্ট/এমএইচডি
.png&w=3840&q=75)
.png&w=3840&q=75)


