কক্সবাজারে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস কামরা (চেম্বার) থেকে চুরি হয়েছে তাঁর আইফোনসহ দুটি মোবাইল ফোন, মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ সরকারি নথি।
রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে বিচারক এজলাসে অবস্থানকালে অজ্ঞাত ব্যক্তি চেম্বারে ঢুকে তাঁর ব্যক্তিগত সামগ্রী নিয়ে যায়।
এ ঘটনায় বিচারকের পক্ষে বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, বিচারকের ব্যাগে রাখা দুটি মোবাইল ফোন, মানিব্যাগ, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও অফিসের গোপন কাগজপত্র চুরি হয়েছে।
চুরি যাওয়া ফোনগুলোর মধ্যে একটি আইফোন–১৪ এবং অন্যটি ভিভো–১২ মডেলের। মোট ক্ষতির পরিমাণ আনুমানিক এক লাখ ৪০ হাজার টাকা বলে উল্লেখ রয়েছে।
বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বলেন, “বিচারক নিয়মিতভাবে আদালত চলাকালে তাঁর মোবাইল ও মানিব্যাগ চেম্বারে রাখেন। রবিবারও তাই করেছিলেন। এই সুযোগে চোর খাস কামরায় ঢুকে সবকিছু নিয়ে যায়। আদালতের অভ্যন্তরে এমন চুরি আমাদের সবাইকে আতঙ্কিত করেছে।”
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুখ হোসেন জানান, “ঘটনার পর মামলা নেওয়া হয়েছে। চুরি হওয়া জিনিসপত্র উদ্ধারে অভিযান চলছে।”
সিটিজিপোস্ট/ এসএইচএস
১৩ অক্টোবর, ২০২৫
দীর্ঘ প্রতীক্ষার পর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। রবিবার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আহমেদ জামিল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, “দ্য সিভিল অ্যাভিয়েশন রুলস, ১৯৮৪”-এর রুল ১৬ এর সাব-রুল (১)-এ প্রদত্ত ...
১১ অক্টোবর, ২০২৫
৯ অক্টোবর, ২০২৫
৮ অক্টোবর, ২০২৫
৮ অক্টোবর, ২০২৫
১৩ অক্টোবর, ২০২৫
দীর্ঘ প্রতীক্ষার পর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। রবিবার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আহমেদ জামিল স...