টেকনাফে সাগর পথে পাচারের সময় ৮ নারী–শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৮ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের টেকনাফে সাগর পথে পাচারের প্রস্তুতিকালে ৮ নারী ও শিশুকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মানবপাচার চক্রের চার নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আফাজ উদ্দিনের কন্যা আসমা (১৯), আব্দুল মোতালেবের কন্যা শাবনূর (২০), নুরুল হাজিমের স্ত্রী জহুরা (৪৩) এবং মৃত আফাজ উদ্দিনের স্ত্রী সাহারা খাতুন (৬২)।
ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় মৃত আফাজ উদ্দিনের ছেলে আব্দুল মোতালেব ওরফে কালা বহদ্দার (৩০)–কে পলাতক আসামি করা হয়েছে। আটক ও পলাতক সবাই সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পানছাড়ি পাড়ার বাসিন্দা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন-২-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সাবরাং ইউনিয়নের পানছড়ি এলাকায় আব্দুল মোতালেব ওরফে কালা বহদ্দারের বসতঘর ঘিরে ফেলা হয়। পরে তল্লাশিতে মানবপাচারকারী চার নারীকে আটক এবং সাগর পথে পাচারের অপেক্ষায় থাকা ৮ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চক্রের কয়েকজন সদস্য পালিয়ে যায়।
উদ্ধার হওয়া ৮ জনই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের কার্ডধারী বলে জানান বিজিবি কর্মকর্তারা।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত ভুক্তভোগীদের প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
সিটিজেোপাস্ট/জাউ




