উখিয়ায় লোকালয় থেকে আরেক বন্যহাতির মরদেহ উদ্ধার

পরপর তিনটি হাতি মৃত্যুর ঘটনায় উদ্বেগ পরিবেশবাদীদের

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৮ নভেম্বর, ২০২৫

উখিয়ায় লোকালয় থেকে আরেক বন্যহাতির মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের খয়রাতী পাড়ার লোকালয় থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। এর আগে একই অঞ্চলের দোছড়ি বনবিট থেকে আরও দুটি মৃত হাতি উদ্ধারের পর এলাকাবাসী ও পরিবেশবাদীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়রা খয়রাতী এলাকায় লোকালয়ের ভেতরে একটি বড় আকারের পূর্ণবয়স্ক পুরুষ হাতিকে পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেন।

দোছড়ি বনবিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি জানান, হাতিটির শরীরে দৃশ্যমান কোনো বড় আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে বন বিভাগের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে এলাকায় বন্যহাতির চলাচল বেড়ে গেছে। খাদ্যের সন্ধানে হাতিগুলো ঘনঘন লোকালয়ে ঢুকে পড়ায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, মানুষের বসতভিটা ঘেঁষে হাতির চলাচল বাড়তে থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান জানান, নিয়ম অনুযায়ী মৃত হাতিটির ময়নাতদন্ত শেষে যথাযথ প্রক্রিয়ায় মরদেহটি মাটিচাপা দেওয়া হবে। পাশাপাশি হাতি মৃত্যুর ঘটনা বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

বন বিভাগ জানায়, মানুষ-বন্যপ্রাণী সংঘাত কমাতে খুব শিগগিরই ঘটনাপ্রবণ এলাকায় সচেতনতা কার্যক্রম ও মনিটরিং জোরদার করা হবে।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটে এবং ১৩ মে জুমছড়ি বনাঞ্চল থেকে রক্তাক্ত অবস্থায় দুটি হাতির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে দুটি হাতিকে গুলি করে হত্যা করা হয়েছিল বলে আলামত পাওয়া যায়।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
কক্সবাজার