ঈদগাঁওয়ের পোকখালী ইউপিতে প্রশাসক নিয়োগ

সিটিজি পোস্ট প্রতিবেদক

কক্সবাজার প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৭ নভেম্বর, ২০২৫

ঈদগাঁওয়ের পোকখালী ইউপিতে প্রশাসক নিয়োগ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান ভুঁইয়াকে।

গত ১৩ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার (স্থানীয় সরকার শাখা) থেকে জেলা প্রশাসক আব্দুল মান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেয়া হয়।

প্রসঙ্গত, উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদকে অপসারণের পর দীর্ঘদিন এ পদটি শূন্য ছিল। যার কারণে জনগণ নাগরিক সেবা নিয়ে চরম দুর্ভোগে ছিল।

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
কক্সবাজার