কক্সবাজারে উখিয়ায় বিজিবির অভিযানে ৮৫টি কারেন্ট জাল উদ্ধার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৮ নভেম্বর, ২০২৫

কক্সবাজারে উখিয়ায় বিজিবির অভিযানে ৮৫টি কারেন্ট জাল উদ্ধার

কক্সবাজারে বিজিবি-৩৪ ব্যাটালিয়নের চোরাচালানবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮৫টি কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে রেজুখালের দক্ষিণে ঝাউবাগান এলাকা থেকে জালগুলো উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, রেজুখাল চেকপোস্টের দক্ষিণে ঝাউবাগান এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ৮৫টি কারেন্ট জাল। উদ্ধার করা এসব কারেন্ট জালের বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বিজিবির নিয়মিত তৎপরতায় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এমন অভিযান অব্যাহত রয়েছে।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
কক্সবাজার