বাংলাদেশের ‍রাজনীতিতে শেখ হাসিনার ফিরে আসা সম্পর্কে যা জানাল: আইসিজি

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৮ নভেম্বর, ২০২৫

বাংলাদেশের ‍রাজনীতিতে শেখ হাসিনার ফিরে আসা সম্পর্কে যা জানাল:  আইসিজি

বেলজিয়ামভিত্তিক আন্তর্জাতিক থিঙ্কট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) মনে করছে, মানবতাবিরোধী অপরাধ মামলায় দণ্ডিত হওয়ায় বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ পুনরাগমন এখন ‘অত্যন্ত ক্ষীণ’। সংস্থাটি বলছে, তিনি যতদিন পর্যন্ত আওয়ামী লীগের নিয়ন্ত্রণ ছাড়তে রাজি না হবেন, ততদিন দলটির রাজনৈতিক অঙ্গনে ফেরা কঠিন হবে।

১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর আইসিজি এক বিবৃতিতে এসব মন্তব্য করে।

আইসিজির বাংলাদেশবিষয়ক সিনিয়র কনসালট্যান্ট টমাস কিয়ান বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করার রায় বাংলাদেশে ব্যাপকভাবে স্বাগত জানানো হবে। ২০২৪ সালের জুলাই-আগস্টে বিক্ষোভকারীদের ওপর সংঘটিত নৃশংসতার দায় নিয়ে সন্দেহের অবকাশ খুব কম।”

জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আইসিজি জানায়, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে পরিচালিত দমনপীড়নে সে সময় প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছিল। বিচারপ্রক্রিয়ায় এ সংক্রান্ত আরও প্রমাণ উপস্থাপিত হয়েছে—যার মধ্যে শেখ হাসিনার আলোচনার অডিও রেকর্ডিং এবং তৎকালীন পুলিশপ্রধানের সাক্ষ্য অন্তর্ভুক্ত।

যদিও বিচারটি বিতর্কমুক্ত নয় বলে মন্তব্য করেছে আইসিজি। সংস্থাটি জানায়, আসামির অনুপস্থিতিতে দ্রুততার সঙ্গে পরিচালিত এ বিচার এবং প্রতিরক্ষা পক্ষের সুযোগ-সুবিধার ঘাটতি সুষ্ঠু বিচারের মানদণ্ড নিয়ে প্রশ্ন তোলে। তবে এসব সমালোচনা শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতৃত্ব বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডকে হালকাভাবে নেওয়ার ভিত্তি হিসেবে ব্যবহার করা উচিত নয় বলেও উল্লেখ করা হয়।

আইসিজি বলেছে, “এই রায়ের রাজনৈতিক প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা এখন খুবই ক্ষীণ। আর তিনি যতদিন পর্যন্ত আওয়ামী লীগের নিয়ন্ত্রণ ছাড়তে প্রস্তুত না হবেন, ততদিন দলটির আবার রাজনৈতিক অঙ্গনে ফেরা কঠিন হবে।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে সাম্প্রতিক বোমা হামলা এবং দেশব্যাপী ‘লকডাউন’ কর্মসূচির কারণে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। আইসিজির পরামর্শ, আওয়ামী লীগের উচিত সহিংসতা থেকে বিরত থাকা এবং অন্তর্বর্তী সরকারেরও দলটির সমর্থকদের বিরুদ্ধে অযথা দমন-পীড়ন পরিহার করা।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
জাতীয়