উখিয়ায় দুই তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৬ নভেম্বর, ২০২৫

উখিয়ায় দুই তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলায় পৃথক দুই ঘটনায় দুই তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার রত্নাপালং ইউনিয়নে এবং রাতে রোহিঙ্গা ক্যাম্প থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

রত্নাপালংয়ের কাটিরমাথা এলাকার জিশু বড়ুয়া নিজ ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সহযোগিতায় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মা মল্লিকা বড়ুয়া জানান, “আমার ছেলে সুস্থ ছিল, কেন এমন কাজ করল বুঝতে পারছি না।”

একই দিনে ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের আসমা আক্তারও গাছের বিমে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তার মা জরিনা বেগম বলেন, মেয়েকে শয়নকক্ষে অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক বলেন, “প্রাথমিকভাবে ঘটনাগুলো আত্মহত্যা মনে হলেও বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সব আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
কক্সবাজার