নাইক্ষ্যংছড়ি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ: মিয়ানমারের সেনা–বিজিপির ৫ সদস্য আটক

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৩ নভেম্বর, ২০২৫

নাইক্ষ্যংছড়ি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ: মিয়ানমারের সেনা–বিজিপির ৫ সদস্য আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)–এর পাঁচ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে ৪২ নম্বর পিলারের কাছে নাইক্ষ্যংছড়ির মনজয় পাড়া এলাকায় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে একজন মিয়ানমার সেনাবাহিনীর সদস্য, বাকিরা বিজিপি সদস্য। তারা হলেন মিয়ানমার সেনাবাহিনীর সদস্য মিন মিন (৪২) বিজিপির সদস্যরা ক্যজয় লিন (৩২), অংসান থ (৩২), শৈথুরা (৩৮) ও কক সিন (৩৫)

কক্সবাজার বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন সাংবাদিকদের জানান, সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মিয়ানমারের ভেতরে সরকারি বাহিনী ও বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। আরাকান আর্মির হাতে দখল হারানো ক্যাম্পগুলো পুনরুদ্ধারের জন্য মিয়ানমার সেনাবাহিনী নতুন করে অভিযান চালাচ্ছে। সংঘর্ষের কারণে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিরাপত্তার খোঁজে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
কক্সবাজার