সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: হালিশহরে ব্যবসায়ী অপহরণ, সিএমপি’র অভিযানে গ্রেফতার ৬

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২২ নভেম্বর, ২০২৫

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: হালিশহরে ব্যবসায়ী অপহরণ, সিএমপি’র অভিযানে গ্রেফতার ৬

চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় সাংবাদিক পরিচয় ব্যবহার করে এক ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা আদায়ের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে হালিশহর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ২ লাখ ৫৩ হাজার টাকা এবং ঘটনার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৮ অক্টোবর ২০২৫ বিকাল ৫টা ৩৯ মিনিটে আসামি কামরুল হাসানসহ ছয়জন ব্যবসায়ী মো. রিদুয়ান সরকারকে বউবাজারস্থ খাজা হোটেলের পাশে কেতুরা মসজিদ লেইনের একটি অফিসকক্ষে অবৈধভাবে আটক করে। পরে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে নগদ ১৩ লাখ টাকা এবং বিকাশ ও আই–ব্যাংকিংয়ের মাধ্যমে আরও ১২ লাখ ১০ হাজার টাকা—মোট ২৫ লাখ ১০ হাজার টাকা আদায় করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর করা এজাহারের ভিত্তিতে হালিশহর থানায় মামলা নং–০৪, তারিখ ১২/১০/২০২৫, ধারা ৩৪২/৩২৩/৩৮৬/৫০৬/৩৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: মো. কামরুল হাসান (৪৯), মো. আব্দুল্লাহ আল মোমিন, মো. মনিরুল আলম (২৮), মো. পারভেজ (৩২), রিয়াদুল মাওলা (৩৮), ইমাম হাসান প্রঃ রাসেল (৩০)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

ক্যাটাগরি:
চট্টগ্রাম