রাউজানে অস্ত্র–মাদকসহ চিহ্নিত সন্ত্রাসী রিপন গ্রেফতার

সিটিজি পোস্ট প্রতিবেদক

রাউজান প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৩ নভেম্বর, ২০২৫

রাউজানে অস্ত্র–মাদকসহ চিহ্নিত সন্ত্রাসী রিপন গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে বিশেষ অভিযানে দেশীয় তৈরি এলজি, গুলি ও ইয়াবাসহ আবু সাইদ প্রকাশ রিপন (৩৭) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকা রিপনের বিরুদ্ধে রাউজানসহ বিভিন্ন থানায় মোট ১৫টি মামলা রয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় থানার কম্পাউন্ডে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, ‘‘এসআই (নিরস্ত্র) মো. কাউছার হামিদের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার বেলা আড়াইটার দিকে সুলতানপুর সরকারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে জনৈক মিলন কান্তি দের খালি জায়গা থেকে রিপনের হেফাজত থেকে ৫ রাউন্ড পিস্তলের গুলি, ২০ পিস ইয়াবা এবং নগদ ১,০২০ টাকা উদ্ধার করা হয়। সেখানেই তাকে গ্রেফতার করা হয়।’’

গ্রেফতারের পর রিপনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সুলতানপুর এলাকায় খাজা গরিবে নেওয়াজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পিছনে কালু নামের এক ব্যক্তির গরুর ফার্মে অভিযান চালায় পুলিশ। ওই ফার্মের প্রথম কক্ষ থেকে কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি একটি এলজি এবং ৪ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এর আগে গত ২০ নভেম্বর রাত ৩টা ৪০ মিনিটে রিপনের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ একটি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ, একটি ধারালো কিরিচ এবং একটি তলোয়ার উদ্ধার করেছিল।

সাম্প্রতিক দুটি অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যের ঘটনায় রিপনের বিরুদ্ধে পৃথকভাবে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, রিপন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অস্ত্র বহনসহ নানা অপরাধে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নজরদারিতে রাখা হয়েছিল। তার গ্রেফতারের মাধ্যমে এলাকায় অপরাধ দমনে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা করছে পুলিশ।

সিটিজিপোস্ট/ এসএইচএস

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর