বিএনপি নেতা আলমগীর তাজ জনির বহিষ্কারাদেশ প্রত্যাহার
ঈদগাঁও প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৩ নভেম্বর, ২০২৫

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনির বহিষ্কারাদেশ অবশেষে প্রত্যাহার করা হয়েছে।
২৩ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত আদেশে পূর্বের বহিষ্কারাদেশ বাতিল করে তাকে পুনরায় সদস্য পদে ফিরিয়ে আনা হয়েছে। এই সিদ্ধান্তে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে স্বস্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আলমগীর তাজ জনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, শহীদ জিয়ার আদর্শে দলকে উজ্জীবিত করতে অতীতের মতোই নিজেকে উজাড় করে দেবেন। পাশাপাশি, প্রত্যাহারের পেছনে যারা সহযোগিতা ও দোয়া করেছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সিটিজিপোস্ট/জাউ




