পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

সিটিজি পোস্ট প্রতিবেদক

কক্সবাজার প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২১ নভেম্বর, ২০২৫

পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরকারিঘোনা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতবাড়ি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় হঠাৎ লাগা আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

স্থানীয়রা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ঘরে থাকা খাদ্যসামগ্রী, গুরুত্বপূর্ণ কাগজপত্র, আসবাবপত্র কিংবা নগদ টাকা কিছুই উদ্ধার করতে পারেননি গৃহস্থরা। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিদারুল ইসলাম বলেন, “ভয়াবহ এ অগ্নিকাণ্ডে মুহূর্তেই ছয়টি বসতবাড়ি ছাই হয়ে গেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি।”

পুড়ে যাওয়া বাড়িগুলোর মালিকরা হলেন মৃত আবু বক্করের ছেলে আহমদ নুর, আহমদ ছবি, তাঁর ছেলে আব্দুল করিম, আইয়ুব নবী, আহমদ নুরের ছেলে মো. আরিফ এবং জয়নাল আবদীনের ছেলে মো. আজমগীর।

ক্ষতিগ্রস্ত মো. আরিফের পরিবার জানান, নতুন ঘর নির্মাণের জন্য আলমারিতে রাখা প্রায় চার লাখ টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। চোখের সামনে সবকিছু ধ্বংস হতে দেখেও কিছুই করতে পারেননি তারা।

খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দমকলকর্মীরা সন্ধ্যা ৫টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

অগ্নিকাণ্ডের পর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্যাটাগরি:
কক্সবাজার