টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২২ নভেম্বর, ২০২৫

কক্সবাজারের টেকনাফ উপজেলার জালিয়ারদ্বীপ, নাফনদী ও প্রধান সড়কে টানা ১৬ ঘণ্টার পৃথক অভিযানে দুই রোহিঙ্গাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৯৪ হাজার ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। শনিবার ভোর রাত থেকে বিকেল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন মিয়ানমারের মংডুর মো. ইব্রাহিম (১৮), একই এলাকার মো. জুনায়েদ (১৫), টেকনাফের হ্নীলা ইউনিয়নের কেরুনতলীর আব্দুর রাজ্জাক (২০), কক্সবাজার দক্ষিণ রুমালিয়ারছড়ার মো. আরিফ (২৫)
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, ভোররাত ৪টার দিকে নাফনদী সাঁতরে এপারে আসা দুই সন্দেহভাজনকে প্রথমে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জালিয়ারদ্বীপের গহীন কেওড়া বাগান এলাকায় আরও একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হাবিরছড়া ব্রিজের ওপর স্থাপিত অস্থায়ী চেকপোস্টে থামানো একটি ইয়ামাহা মোটরসাইকেলের ভেতর লুকানো ইয়াবা উদ্ধারসহ অপর একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজনকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।




