বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর মনে করেন, দেশের বিপুল অর্থ ব্যয় কমাতে হলে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস লেনদেন বাড়ানো জরুরি। তবে প্রশ্ন থেকে যাচ্ছে বর্তমান চার্জ ও প্রযুক্তিগত অবকাঠামো সাধারণ মানুষের জন্য কতটা সহায়ক হবে?
প্রতি বছর টাকা ছাপানো, সংরক্ষণ ও সারা দেশে বণ্টনে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়। রবিবার (১০ আগস্ট) রাজধানীর গুলশানের এক হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, নগদ ব্যবহারের এই বিশাল ব্যয় কমাতে হলে ডিজিটাল ও কিউআর কোডভিত্তিক লেনদেন জনপ্রিয় করতে হবে।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে কিউআর কোড লেনদেন প্রসারে নীতিগত সহায়তা ও প্রযুক্তি অবকাঠামো তৈরির কাজ শুরু করেছে। লাইসেন্সপ্রাপ্ত প্রতিটি প্রতিষ্ঠানকে কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করা হবে। তার মতে, এতে ব্যবসায়ী ও ভোক্তা উভয়ের জন্য লেনদেন হবে দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ, আর রাষ্ট্রীয় ব্যয়ও কমে আসবে।
ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির প্রসঙ্গ টেনে গভর্নর বলেন, বর্তমানে বিল পরিশোধ, কেনাকাটা বা যেকোনো অনলাইন সেবার জন্য স্মার্টফোন অপরিহার্য। ৬-৭ হাজার টাকার মধ্যে ভালো মানের স্মার্টফোন বাজারে আনতে কাজ চলছে, যাতে সবাই স্মার্টফোনের আওতায় আসে। এ লক্ষ্য অর্জনে ইন্টারনেটের দাম কমানো এবং সেবার মান বাড়ানোও প্রয়োজন।
বাংলাদেশে বর্তমানে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) লেনদেনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। নগদহীন লেনদেনের সুবিধা থাকলেও প্রতিটি প্ল্যাটফর্মের নির্ধারিত চার্জ ভিন্ন। বর্তমানে বিকাশে ক্যাশ আউটের জন্য প্রতি হাজার টাকায় ১৮ টাকা ৫০ পয়সা চার্জ নেওয়া হয়, আর সেন্ড মানি সেবার জন্য ৫ থেকে ১০ টাকা পর্যন্ত দিতে হয়। নগদে ক্যাশ আউটের চার্জ প্রতি হাজার টাকায় ১৫ টাকা এবং সেন্ড মানি ৫ টাকা। রকেটের ক্ষেত্রে প্রতি হাজার টাকায় ক্যাশ আউট চার্জ ১৬ টাকা ৭০ পয়সা। অন্যদিকে, উপায় অ্যাপ ব্যবহারকারীদের জন্য ক্যাশ আউট চার্জ প্রতি হাজার টাকায় ১৪ টাকা।
এই চার্জ হারগুলো নির্দিষ্ট সময় পরপর প্রতিষ্ঠানগুলোর নীতিমালা অনুযায়ী সামঞ্জস্য করা হয় এবং এতে লেনদেনের ধরন ও পরিমাণ অনুযায়ী ভিন্নতা দেখা যেতে পারে। এমএফএস খাতে এই নির্ধারিত চার্জগুলো নগদহীন অর্থনীতির বিস্তারে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়, কারণ এটি সরাসরি ব্যবহারকারীর খরচ, লেনদেন প্রবণতা এবং সেবার গ্রহণযোগ্যতার উপর প্রভাব ফেলে।
গভর্নরের বক্তব্য অনুযায়ী, ক্যাশলেস লেনদেন রাষ্ট্রীয় ব্যয় কমাতে কার্যকর হতে পারে। তবে সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন সহজলভ্য স্মার্টফোন, সুলভ ইন্টারনেট, উন্নত প্রযুক্তি অবকাঠামো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লেনদেন চার্জ সাধারণ মানুষের নাগালে রাখা। অন্যথায় নগদহীন অর্থনীতির পরিকল্পনা বাস্তবে গতি পাবে না।
সিটিজিপোস্ট/এমএইচডি