চট্টগ্রাম-১০ এ আমীর খসরু চূড়ান্ত , ৯ ও ১১ নম্বর আসনে প্রার্থী ঘোষণায় বিলম্ব
নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৩ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে মহানগর অঞ্চলের (চট্টগ্রাম-৯, ১০ ও ১১) প্রার্থী বাছাইয়ে বিএনপি এখনও পুরো প্রক্রিয়া চূড়ান্ত করতে পারেনি। তবে চট্টগ্রাম-১০ আসনে দলের স্থায়ী কমিটির বৈঠকে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর ) রাতে গুলশানে চেয়ারপার্সন কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম-১০ আসনে আমীর খসরুর প্রার্থীতা নিশ্চিত করেন।
তবে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) এবং চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী তালিকা এখনও প্রকাশ করা হয়নি। বৈঠকে চট্টগ্রাম-৯ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রথমে আবু সুফিয়ানের নাম ঘোষণা করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। প্রার্থী তালিকা পড়ার এক পর্যায়ে দলের একজন নেতা সংশোধনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করলে মহাসচিব তাৎক্ষণিকভাবে নামটি তালিকা থেকে সরিয়ে নেন।
পরে জানানো হয়, চট্টগ্রাম-৯ এবং চট্টগ্রাম-১১ আসনের প্রার্থীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।




