চিম্বুক সড়কের বেতছড়া রাস্তার মেরাইং পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে
বান্দরবানে যাত্রীবাহী চাঁদের গাড়ি উল্টে হ্লায়ইনু মারমা (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। বুধবার বিকালে চিম্বুক সড়কের বেতছড়া রাস্তার মেরাইং পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হ্লায়ইনু মারমা বেতছড়া এলাকার নাচালং পাড়ার বাসিন্দা চথোয়াইমংয়ের স্ত্রী।
স্থানীয়রা জানান, হাট বাজার শেষে বেতছড়া এলাকার ১০–১২ জন লোক বান্দরবান বাজার থেকে চাঁদের গাড়িতে বাড়ি ফিরছিলেন। পথে মেরাইং পাড়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে হ্লায়ইনু মারমা গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এতে গাড়িতে থাকা আরও ছয়জন যাত্রী আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠান।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন, ‘‘সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’’
সিটিজি পোস্ট/ এসএইচএস
৩০ সেপ্টেম্বর, ২০২৫
খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষের ঘটনার তদন্তে জেলা প্রশাসন ৫ সদস্যের কমিটি গঠন করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে ডিসি এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এই তথ্য জানান।ডিসি জানান, আন্দোলনরতদের ৮টি দাবীর মধ্যে ৭টির সমাধানের জন্য কাজ চলছে। অবরোধ প্রত্যাহার করা হলে ১৪৪ ধারা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে...
৩০ সেপ্টেম্বর, ২০২৫
২৯ সেপ্টেম্বর, ২০২৫
২৯ সেপ্টেম্বর, ২০২৫
২৯ সেপ্টেম্বর, ২০২৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫
খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষের ঘটনার তদন্তে জেলা প্রশাসন ৫ সদস্যের কমিটি গঠন করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে ডিসি এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এই তথ্য জানান।ডিসি জানান, আন্দোলনরতদের ৮টি দাবীর মধ্যে ৭টি...