খাগড়াছড়িতে গুইমারায় সং/ঘ/র্ষ ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৩০ সেপ্টেম্বর, ২০২৫

খাগড়াছড়িতে গুইমারায় সং/ঘ/র্ষ ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষের ঘটনার তদন্তে জেলা প্রশাসন ৫ সদস্যের কমিটি গঠন করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে ডিসি এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এই তথ্য জানান।

ডিসি জানান, আন্দোলনরতদের ৮টি দাবীর মধ্যে ৭টির সমাধানের জন্য কাজ চলছে। অবরোধ প্রত্যাহার করা হলে ১৪৪ ধারা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম রানা বলেন, সংঘর্ষ চলাকালীন ইউপিডিএফ পাহাড়ি-বাঙালী ও সেনাবাহিনীর ওপর পরিকল্পিতভাবে গুলি বর্ষণ করেছে।

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, ধ/র্ষ/ণে/র ঘটনাকে পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল।

তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে ১৪৪ ধারা বলবৎ রয়েছে। শহরে ঢুকতে বা বের হতে তল্লাশি করা হচ্ছে। জুম্মা ছাত্র-জনতার অবরোধ শিথিল থাকলেও অভ্যন্তরীণ ও দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

ক্যাটাগরি:
পার্বত্য চট্টগ্রাম