খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার জন্য ইউপিডিএফকে (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) দায়ী করেছেন সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি সেনানিবাসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ধ/র্ষ/ণে/র ঘটনাকে পুঁজি করে সংগঠনটি সাধারণ পাহাড়ি নারী ও ছাত্র-ছাত্রীদের সামনে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে দেশীয় ও স্বয়ংক্রিয় অস্ত্রে গুলি চালানো হচ্ছে।
রিজিয়ন কমান্ডার আরও বলেন, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করা ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। এর প্রমাণ আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, নানা অপপ্রচার ও উসকানির মধ্যেও সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে তিনি সবাইকে উৎসবে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আশ্বাস দেন। একইসঙ্গে ইউপিডিএফকে দেশের স্বার্থে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান।
এর আগে ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে এক স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে অনির্দিষ্টকালের অবরোধ ডাক দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২৮ সেপ্টেম্বর গুইমারায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে তিনজন পাহাড়ি নিহত হন, আহত হন সেনা কর্মকর্তা সহ বহু পাহাড়ি ও বাঙালি। বহু ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়।
বর্তমানে খাগড়াছড়ি সদর, পৌরসভা ও গুইমারায় ১৪৪ ধারা বহাল রয়েছে। শহরের দোকানপাট বন্ধ, রাস্তায় সেনা, বিজিবি ও পুলিশের কড়া টহল চলছে। নতুন করে কোনো সহিংসতা ঘটেনি, তবে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ।
২ অক্টোবর, ২০২৫
গত ৩০ সেপ্টেম্বর রাতের আকস্মিক ঝড়ো হাওয়ায় রাঙামাটির লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় একাধিক নৌকা ডুবে যায়।আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনীর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌকা ডুবির খবর পেয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছ...
৩০ সেপ্টেম্বর, ২০২৫
২৯ সেপ্টেম্বর, ২০২৫
২৯ সেপ্টেম্বর, ২০২৫
২৯ সেপ্টেম্বর, ২০২৫
২ অক্টোবর, ২০২৫
গত ৩০ সেপ্টেম্বর রাতের আকস্মিক ঝড়ো হাওয়ায় রাঙামাটির লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় একাধিক নৌকা ডুবে যায়।আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনীর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো...