টেকনাফে বিশেষ অভিযানে ৩৭ রোহিঙ্গা আটক: আশ্রয়দাতা গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৮ অক্টোবর, ২০২৫

কক্সবাজারের টেকনাফ মডেল থানার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় র্যাব-১৫ এর বিশেষ অভিযান চালিয়ে ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকা ৩৭ রোহিঙ্গা শরণার্থী আটক করেছে। অভিযানে তাদের আশ্রয়দাতা মোছাম্মেৎ ইয়াছমিন আক্তার (৩৪) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পূর্ব পানখালী এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, ‘‘একাধিক তালিকাভুক্ত রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ছেড়ে স্থানীয় ভাড়া বাসায় অবস্থান করছে এবং অপহরণ, খুন-গুমসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। কিছু বাড়িওয়ালা অতিরিক্ত ভাড়ার আশায় তাদেরকে আশ্রয় দিচ্ছিল।’’
র্যাব-১৫ এর আভিযানিক দল ৬ অক্টোবর টেকনাফ পৌর এলাকায় অভিযান পরিচালনার পর ৭ অক্টোবর রাতে পূর্ব পানখালী এলাকার বিভিন্ন ভাড়া বাসায় পুনরায় অভিযান চালিয়ে ৩৭ রোহিঙ্গা ও আশ্রয়দাতাকে আটক করে। অভিযানে আরও কয়েকজন আশ্রয়দাতা পলাতক রয়েছে। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, ‘‘রোহিঙ্গারা যাতে ক্যাম্প ছেড়ে অবৈধভাবে স্থানীয় এলাকায় অবস্থান করতে না পারে, সেজন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।’’
সিটিজিপোস্ট/ এসএইচএস




