জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান হঠাৎ করেই তাঁর মিউজিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন। এর আগে তিনি অভিনয় থেকেও সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন। কেন তিনি ২৫ বছরের সংগীতজীবনের ইতি টানছেন, তা ভক্তদের মাঝে কৌতূহল তৈরি করেছে।
সংগীতজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্তমানে তাহসান অস্ট্রেলিয়ায় কনসার্ট ট্যুরে রয়েছেন। ৬ সেপ্টেম্বর অ্যাডিলেডে প্রথম কনসার্টের মধ্য দিয়ে শুরু হয় তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড-এর সফর। এরপর ৭ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৩ সেপ্টেম্বর সিডনি এবং ২০ সেপ্টেম্বর মেলবোর্নে গান পরিবেশন করেন তিনি। ২৭ সেপ্টেম্বর পার্থে সফরের শেষ কনসার্ট হওয়ার কথা।
কিন্তু মেলবোর্ন কনসার্টে গান শুরু করার আগে ভক্তদের উদ্দেশে তাহসান জানান, এটি তাঁর লাস্ট কনসার্ট নয়, তবে লাস্ট ট্যুর। তিনি বলেন, “আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটা হয়তো ইতি টানব।”
একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনি ভক্তদের উদ্দেশে আরও বলেন, “এটা ন্যাচারাল। সারাজীবন কি মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়! মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই ‘দূরে তুমি দাঁড়িয়ে’, কেমন লাগবে ভাবুন।”
ঘোষণার পাশাপাশি তাহসান তাঁর সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভ করেছেন। তাঁর ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ছিল প্রায় এক কোটি এবং ইনস্টাগ্রামে ৩৫ লাখের বেশি।
এর আগে অভিনয় ছাড়ার ঘোষণাও দিয়েছিলেন তাহসান। তিনি বলেছিলেন, “২০ বছর ধরে কাজ করছি। নিজেকেই কখনো কখনো থামিয়ে দিতে হয়। একঘেয়েমি আসলে আর ভালো কাজ না হলে নিজেকে বিরতি দিতে হয়।”
সংগীত থেকে অবসর নেবেন কি না—প্রশ্নে তিনি একসময় জানিয়েছিলেন, গান চালিয়ে যাবেন শুধু মানুষের হৃদয় ছোঁয়ার জন্য অথবা আনন্দ দেওয়ার জন্য। তাঁর মতে, ভাষা যাই হোক না কেন, সংগীত সারা পৃথিবীতে মানুষের কাছে পৌঁছে যায়।
সংগীত থেকে ধীরে ধীরে সরে আসার আরেকটি বড় কারণ তাঁর শারীরিক সমস্যা। ২০২৪ সালের জুনে ওয়েব সিরিজ বাজি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, দীর্ঘদিন ধরে কণ্ঠনালির সমস্যায় ভুগছেন। তাঁর কণ্ঠনালিতে হেটেরোটোপিয়া নামের একটি রোগ ধরা পড়ে, যাতে গলার কাঠামো বদলে যায় এবং গান গাওয়ার সক্ষমতা কমে আসে। সমস্যাটি শুরু হয় ২০১৮ সালে।
ভক্তদের উদ্দেশে তিনি বলেছিলেন, “যত দিন যাচ্ছে আমার গান গাওয়ার সক্ষমতাও কমছে। যদি কোনোদিন দেখেন আমি কনসার্ট বা লাইভ শো কমিয়ে দিয়েছি, বুঝবেন সমস্যাটা বেড়েছে। তখন আমার জন্য দোয়া করবেন।”
১৯৯৯ সালে ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে সংগীতে পথচলা শুরু করেন তাহসান। ব্যান্ডের প্রথম অ্যালবাম ছাড়পত্র বের হয় ২০০১ সালে। এরপর ২০০৪ সালে একক অ্যালবাম কথোপকথন প্রকাশ করেন তিনি, যেটি তাঁর একক ক্যারিয়ারের সূচনা হিসেবে ধরা হয়।
এরপর প্রতি বছরই নতুন অ্যালবাম প্রকাশ করেন। কথোপকথন-এর “দূরে তুমি দাঁড়িয়ে” ও “ঈর্ষা” শহুরে তরুণদের মুখে মুখে ছড়িয়ে পড়ে। ২০০৫ সালে কৃত্যদাসের নির্বাণ, ২০০৬ সালে ইচ্ছে অ্যালবামের আলো গান তাঁকে আরও বড় শ্রোতামহলে পৌঁছে দেয়।
২০০৮ সালে স্কলারশিপ নিয়ে বিদেশে যান তিনি এবং ২০১১ সালে দেশে ফিরে আসেন। এরপর অভিনয়েও নিয়মিত হন। মোট সাতটি একক অ্যালবাম প্রকাশ করেছেন তিনি, সর্বশেষ অ্যালবাম বের হয় ২০১৭ সালে।
পরে কনসার্ট পারফরম্যান্সের জন্য গড়ে তোলেন তাহসান অ্যান্ড দ্য সুফিজ, যা পরবর্তীতে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড নামে পরিচিত হয়। সাম্প্রতিক সময়ে এই ব্যান্ড নিয়েই নিয়মিত কনসার্টে পারফর্ম করে আসছিলেন তিনি।
সিটিজি পোস্ট /এমসি