চোখের নিচে কালো দাগ বা ‘ডার্ক সার্কেল’ অনেক সময় ঘুমের অভাব বা ক্লান্তির কারণে দেখা যায়। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, কখনো কখনো এটি কিডনি বা লিভারের অসুখ, হরমোনের ভারসাম্যহীনতা, রক্ত সঞ্চালনের দুর্বলতা বা হজমজনিত সমস্যার ইঙ্গিত দিতে পারে।
প্রধান কারণসমূহ:
কিডনি রোগ: দুর্বল কিডনি বিষাক্ত পদার্থ শরীরে জমা করতে পারে, চোখের চারপাশে তরল ধরে রাখে এবং ত্বক কালচে দেখায়।
লিভারের অসুখ: লিভার ঠিকভাবে কাজ না করলে রঙ নিস্তেজ হয়, চোখের নিচে ছায়া ও ফোলা দেখা দিতে পারে।
হরমোন ও মাসিক সমস্যা: অনিয়মিত মাসিক, রক্ত সঞ্চালনের দুর্বলতা বা হরমোনের ভারসাম্যহীনতা চোখের নিচের দাগ বাড়াতে পারে।
মানসিক চাপ ও ঘুমের অভাব: দীর্ঘ সময় চাপ ও পর্যাপ্ত ঘুম না হলে রক্ত প্রবাহ কমে যায়, ত্বক ক্লান্ত ও নিস্তেজ দেখায়।
প্রতিরোধ ও চিকিৎসা:
পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ।
পুষ্টিকর খাদ্যাভ্যাস: ফলমূল, শাকসবজি, চর্বিহীন প্রোটিন, গোটা শস্য।
লিভার ও কিডনির স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত পানি পান ও ডিটক্সিফিকেশন।
মাসিক বা হরমোন সমস্যা থাকলে গাইনোকোলজিস্টের পরামর্শ।
গুরুতর বা দীর্ঘস্থায়ী ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
চোখের নিচের কালো দাগের কারণ বোঝা গেলে তা অস্থায়ী নাকি গুরুতর রোগের সঙ্গে সম্পর্কিত তা নির্ধারণ করা সম্ভব।