প্যারিসে প্রশংসা কুড়াচ্ছে লরিয়েলের সঙ্গে ঐশ্বর্যা রাই-এর কম্বিনেশন

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৩০ সেপ্টেম্বর, ২০২৫

প্যারিসে প্রশংসা কুড়াচ্ছে লরিয়েলের সঙ্গে ঐশ্বর্যা রাই-এর কম্বিনেশন

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই প্যারিস ফ্যাশন উইকে লরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অংশ নিয়েছেন। মানিশ মালহোত্রা ডিজাইন করা কালো শেরওয়ানি পরে র‍্যাম্পে হাঁটেন তিনি, যা নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। তার সিগনেচার রুবি লিপস এবং খোলা চুলের স্টাইল পুরো লুকের গ্ল্যামার বাড়িয়েছে।

মানিশ মালহোত্রা বলেছেন, এই লুক ভারতীয় শেরওয়ানিকে নতুনভাবে উপস্থাপন করেছে। কাস্টম-শেরওয়ানি হল এক ধরনের ক্যানভাস যেখানে স্ট্রাকচার এবং কোমলতার সংমিশ্রণ রয়েছে। ১০ ইঞ্চি লম্বা ডায়মন্ড-জুড়ানো হাতের ডিজাইন আধুনিক রাজকীয়তার প্রতীক হিসেবে দেখানো হয়েছে, যা শক্তি এবং সংবেদনশীলতা দুইটাই তুলে ধরে।

র‍্যাম্পের একদিন আগে থেকেই ঐশ্বরিয়ার উপস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। কারণ প্যারিসে পৌঁছানোর পর তিনি তার হোটেলের বাইরে অপেক্ষমাণ এক ফ্যানের চোখের পানি মুছিয়ে দিয়ে ছবি তুলেছেন, যা তার বিনয়ী আচরণের কারণে ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।

নেটদুনিয়ায় ইতিমধ্যেই ঐশ্বরিয়ার র‍্যাম্পে হাঁটার ভিডিও ভাইরাল হয়েছে।

ক্যাটাগরি:
বিনোদন