হলিউড অভিনেত্রী ও গায়িকা সেলেনা গোমেজ জীবনে নতুন অধ্যায়ে পা রাখলেন সঙ্গীতশিল্পী ও প্রযোজক বেনি ব্লাঙ্কোকে বিয়ে করেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে এই সুখবর নিজেই জানান। ছবিতে দেখা যায়, সবুজ লনে নবদম্পতি আন্তরিকভাবে একে অপরকে আলিঙ্গন করছেন।
বিয়ের অনুষ্ঠান ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার সি ক্রেস্ট নার্সারিতে অনুষ্ঠিত হয়। আগের দিন, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) হোপ র্যাঞ্চ এলাকায় একটি প্রাসাদে রিহার্সাল ডিনার আয়োজন করা হয়েছিল। দুই দিনের এই উৎসবে প্রায় ১৭০ জন ঘনিষ্ঠ ব্যক্তি অংশ নেন।
গোমেজ পরেছিলেন রালফ লরেন স্টুডিওর সাদা হাল্টারনেক ব্রাইডাল গাউন,বেনি ব্লাঙ্কো-র পোশাক ছিল রালফ লরেনের তৈরি ক্লাসিক কালো টাক্সেডো ও বো-টাই।
এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন গোমেজের অনেক বিখ্যাত বন্ধু ও সহশিল্পী, টেইলর সুইফট, পল রাড, মার্টিন শর্ট, স্টিভ মার্টিন, প্যারিস হিলটন, এড শিরান, অ্যাশলি পার্ক ও উইজার্ডস অব ওয়েভারলি প্লেস অভিনেতা ডেভিড হেনরি প্রভৃতি।
তথ্য অনুযায়ী, ৩৩ বছর বয়সী সেলেনা গোমেজ ও ৩৭ বছর বয়সী বেনি ব্লাঙ্কোর সম্পর্ক প্রায় এক দশক পুরোনো। ২০১৯ সালের একটি গানের ভিডিওতে একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। পরবর্তীতে গত বছরের ডিসেম্বরে তারা বাগদান করেন।