টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের ফলে দ্রুত বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। এতে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র ‘কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র’ (কপাবিক) এখন পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করছে। বর্তমানে কেন্দ্রটির পাঁচটি ইউনিটই একযোগে চালু রয়েছে এবং প্রতিদিন ২২০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান জানিয়েছেন, শনিবার (২৫ জুলাই) কেন্দ্র থেকে ২২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। তিনি বলেন, “কাপ্তাই লেকে বর্তমানে পানির উচ্চতা ১০৩ ফুট মিন সি লেভেল পর্যন্ত পৌঁছেছে। টানা বৃষ্টির কারণে পানি বাড়ছে এবং এর সাথে বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে।”
বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, গত এক মাস ধরে পাঁচটি ইউনিটই সচল রয়েছে। বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা ঢলের কারণে এই প্রবণতা আরও কয়েক সপ্তাহ চলতে পারে বলে তারা মনে করছেন।
কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট হলেও, সাধারণত ১০৬ ফুটে পৌঁছালে পানি ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। প্রাথমিকভাবে ২, ৪ ও ৬ ইঞ্চি করে ধাপে ধাপে পানি ছাড়ার ব্যবস্থা নেওয়া হয় যাতে নিচু এলাকাগুলো প্লাবিত না হয় এবং ক্ষয়ক্ষতির আশঙ্কাও না থাকে।
বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং প্রয়োজনে পানি নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ উৎপাদনে সমন্বয় করা হবে।
বর্তমান সময়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে এই বাড়তি উৎপাদন স্বস্তি এনে দিয়েছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পূর্ণ উৎপাদন সচল থাকলে দেশের দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২৭ জুলাই, ২০২৫
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ চারজনকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।রোববার (২৭ জুলাই) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান।রিমান্ডে যাওয়ারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আ...
২৭ জুলাই, ২০২৫
২৭ জুলাই, ২০২৫
২৭ জুলাই, ২০২৫
২৭ জুলাই, ২০২৫
২৭ জুলাই, ২০২৫
২৭ জুলাই, ২০২৫
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ চারজনকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।রোববার (২৭ জুলাই) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমা...