চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে প্রভাষক পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারেননি একাধিক প্রার্থী। অভিযোগ, দীর্ঘ অপেক্ষার পর হঠাৎ করে পরীক্ষার তারিখ জানানো হলেও যথাযথভাবে সব প্রার্থীকে অবহিত করা হয়নি। বিশেষ করে যারা বিদেশে অবস্থান করছিলেন, তাদের দাবি—বাংলাদেশি সিম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ফোন বা বার্তা পাননি। এমনকি কেউ কেউ পরীক্ষার খবর পেয়েছেন বন্ধুদের ফেসবুক পোস্ট দেখে।
শনিবার (২৬ জুলাই) চবি উপাচার্যের কার্যালয়ের সিনেট কক্ষে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ৪১ জন প্রার্থী। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৩ জনকে প্রেজেন্টেশন ও ভাইভার জন্য ডাকা হয়েছে, যার মধ্য থেকে আগামী ১ আগস্ট সিন্ডিকেটে শিক্ষক চূড়ান্ত করা হবে।
তবে আবেদনকারীদের মধ্যে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা অভিযোগ করছেন পরীক্ষার তারিখ যথাযথভাবে আগেভাগে জানানো হয়নি। যুক্তরাষ্ট্রপ্রবাসী এক প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “২০২১ সালে আবেদন করেছিলাম। দীর্ঘদিন পর এবার পরীক্ষার তারিখ জানানো হলো, কিন্তু আমাকে কোনো মেইল দেওয়া হয়নি, আর বাংলাদেশি সিমও চালু ছিল না। শেষ পর্যন্ত পরীক্ষার সুযোগই পেলাম না।”
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১৮ ও ২০২১ সালের পুরনো বিজ্ঞপ্তির আওতায় এবারের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হচ্ছে। নতুন প্রশাসন ২০২৫ সালে প্রক্রিয়াটি শুরু করে। তিনটি বিজ্ঞপ্তির সব প্রার্থীকে বিবেচনায় নেওয়ায় শতাধিক আবেদন জমা পড়ে, যদিও যাচাই-বাছাইয়ের পর অনেকেই অযোগ্য হিসেবে বাদ পড়েন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নিয়োগ বোর্ডের সদস্য অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, “বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যাংকিং, ফিন্যান্স বিভাগ ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবেন না। কিন্তু অনেকেই অন্য বিভাগ থেকে আবেদন করেছেন বা একাধিকবার আবেদন করেছেন। তাই প্রার্থী সংখ্যা কমেছে।”
ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন, “কেউ কেউ ইচ্ছা করেই আসেননি, কারণ লিখিতের পর প্রেজেন্টেশন ও ভাইভার ধাপ ছিল। যাদের প্রস্তুতি কম ছিল, তারাও আসেননি।”
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “আমরা ফোন দিয়েছি, কেউ ধরেননি—সেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তবে ভবিষ্যতে মেইল ব্যবস্থাকে আরও জোরদার করার চিন্তা আছে।”
চবির এই নিয়োগ প্রক্রিয়ায় হঠাৎ তারিখ ঘোষণাসহ বিদেশে থাকা প্রার্থীদের জন্য যেভাবে যোগাযোগ করা হয়েছে—তা নিয়ে প্রশ্ন উঠেছে।
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব নয়।"তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের প্রাণ। তাই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা আজ...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভ...