রাজধানীর গুলশানে চাঁদাবাজি করার ঘটনায় ফেসবুকে ভুল তথ্য ছড়িয়ে দুঃখপ্রকাশ করে তার পোস্টটি সরিয়ে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। ক্ষমা প্রার্থনা করে তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘পূর্ববর্তী পোস্টে একটি বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য দুঃখিত।’
এর আগে রোববার (২৭ জুলাই) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহিন সরকার আবদুর রাজ্জাক বিন সুলাইমানকে পুলিশ সংস্কার কমিশনের সদস্য বলে উল্লেখ করেন । ওই পোস্টে তিনি লিখেছেন, ‘রিমান্ডে নিয়ে প্রকৃত কুশীলবদের বের করে আনাটা গুরুত্বপূর্ণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার একটি ঐতিহাসিক ব্যানার। আমি ইতিপূর্বেও জানিয়েছি এই ব্যানার আর থাকার প্রয়োজন নেই, যদিও এই ব্যানার প্রতিষ্ঠা করতে আমারও ভূমিকা ছিল।’
পরে রোববার দুপুর ৩টার দিকে আগের পোস্টটি ডিলিট করে ফেসুবকে আরেকটি পোস্ট দেন মাহিন সরকার। সেখানে তিনি লিখেন, ‘আব্দুর রাজ্জাক নামে গ্রেফতারকৃত ব্যক্তি পুলিশ সংস্কার কমিশনের কোনো সদস্য নন। পুলিশ সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধির নাম জারিফ। বিষয়টি দৃষ্টিগোচর হওয়া মাত্রই পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে। আমার ভুল তথ্যের কারণে যে বা যারা মনোক্ষুণ্ণ হয়েছে তাদের প্রতি আবারও ক্ষমাপ্রার্থনা করছি।’
উল্লেখ্য, গতকাল শনিবার রাতে চাঁদাবাজির অভিযোগে গুলশান থেকে আটক হন রাজ্জাকসহ পাঁচজন। পুলিশ জানায়, তাঁরা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। আটক রাজ্জাক ওরফে রিয়াদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্য ছিলেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাতেই বিজ্ঞপ্তি দিয়ে সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার কথা জানানো হয়।
এছাড়া, গণতান্ত্রিক ছাত্রসংসদও পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে তাদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ও সদস্য আবদুর রাজ্জাক বিন সুলাইমানকে স্থায়ী বহিষ্কারের কথা ঘোষণা করেছেন।
সিটিজিপোস্ট/এসএমএফ
১৮ সেপ্টেম্বর, ২০২৫
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিনিয়র চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমানের আদালতে এ আবেদন করা হয়।দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, দুদকের একাধিক মামলার আসামি সাইফ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিনিয়র চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমানের আদালতে এ আব...