কৃষি আবহাওয়া ও নদ-নদীর অবস্থা সম্পর্কিত অগ্রিম তথ্য কৃষকদের কাছে পৌঁছে দিতে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত “কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প” কার্যত মুখ থুবড়ে পড়েছে। পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি (২০১৬–২০২১), যা বাস্তবায়ন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর—তার বেশিরভাগ যন্ত্রপাতি এখন অকেজো। ফলে মাঠ পর্যায়ের কৃষকরা পাচ্ছেন না ঝড়-বাদল বা বন্যার আগাম বার্তা।
প্রায় ৯৮৭ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পে সহায়তা দেয় বিশ্বব্যাংক (১০৬ কোটি)। দেশের ৬৪ জেলায় রেডিও স্টেশন, ৪৮৭ উপজেলায় কিয়স্ক মেশিন, ৪ হাজার ৫১টি ইউনিয়নে এগ্রোমেট ডিসপ্লে বোর্ড ও রেইনগেজ, এবং ১১ হাজার ট্যাব বিতরণ করা হয়। এই তথ্য সংগ্রহ করে একটি জাতীয় ডাটাবেজ তৈরির পরিকল্পনাও ছিল, যা ব্যবহারযোগ্য হতো জিআইএস ও রিমোট সেন্সিং-এ।
কিন্তু প্রকল্পের শেষ সময়ে এসে দেখা গেছে, অধিকাংশ যন্ত্রপাতিই নষ্ট। অপারেটর না থাকা, রক্ষণাবেক্ষণের অভাব, এবং দীর্ঘসূত্রতার কারণে মাঠ পর্যায়ে প্রকল্পের সুফল পৌঁছায়নি।
ফেনী, চট্টগ্রাম (পটিয়া ও বোয়ালখালী), লক্ষ্মীপুর (রায়পুর) সহ বিভিন্ন অঞ্চলে কিয়স্ক ও রেইনগেজ মেশিনগুলো অচল হয়ে পড়েছে। চট্টগ্রাম রেডিও স্টেশনও কার্যত বন্ধ। অনেক ডিসপ্লে বোর্ড ও ট্যাব কাজ করে না।
ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আতিক উল্লাহ বলেন, “প্রকল্পের মেয়াদ শেষ, যন্ত্রপাতি নষ্ট, সংস্কার হচ্ছে না। এখনো হাতেকলমে আবহাওয়ার তথ্য দিতে হয়।”
চট্টগ্রামের একজন উপজেলা কৃষি কর্মকর্তা বলেন,“নির্ধারিত যন্ত্রপাতি দিয়ে কোনো কাজ হয়নি। ট্যাবগুলোও অকেজো। পুরো প্রকল্পটি কাগজে-কলমেই থেকে গেছে।”
অপরদিকে, চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আবদুচ ছোবহান বলেন, “যদি যন্ত্র ঠিক থাকত এবং অপারেটর থাকত, তাহলে দুর্যোগের আগেই কৃষককে সতর্ক করা যেত। এখন বিকল্প উপায়ে তথ্য দেওয়া হচ্ছে।”
প্রকল্পটি প্রাথমিকভাবে কৃষকদের জন্য আশার আলো ছিল, কিন্তু বাস্তবায়নের দুর্বলতা, যন্ত্র পরিচালনায় অদক্ষতা এবং রক্ষণাবেক্ষণের অভাবে এটি আজ এক ব্যর্থ উদাহরণ।
যেখানে প্রকল্পের উদ্দেশ্য ছিল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের ঝুঁকি হ্রাস ও আয় বৃদ্ধি—সেখানে বাস্তবে কৃষকদের এখনো ভরসা পুরনো খাতা-কলম আর মুখের পরামর্শ।
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব নয়।"তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের প্রাণ। তাই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা আজ...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভ...