নিম্নচাপ কেটে গেলেও চট্টগ্রামে থেমে নেই বৃষ্টিপাত। টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
শনিবার (২৬ জুলাই) দিনভর বৃষ্টির পর রোববার (২৭ জুলাই) সকাল থেকেও থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় (রোববার বিকেল ৩টা পর্যন্ত) চট্টগ্রামে ১০৭.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে। একইসঙ্গে বায়ুচাপের তারতম্যও বিরাজ করছে। ফলে আগামী দুই দিন চট্টগ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে পাহাড়ধসেরও আশঙ্কা রয়েছে।
নগরীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা গেছে। পানি জমে যাওয়ায় যান চলাচলে সমস্যা তৈরি হয়েছে।
সিটিজি পোস্ট/ এসএইচএস