গত বছরের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রবিবার (২৭ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস বলেন, "২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত প্রায় প্রতি শনিবার সেনাপ্রধান সিএমএইচে ভর্তি থাকা আহতদের দেখতে গেছেন। যেটা দেশের সকল উপদেষ্টার সম্মিলিত ভিজিট সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।"
তিনি আরও বলেন, "সবচেয়ে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং ব্যক্তিপর্যায়ে সর্বোচ্চ চিকিৎসা ব্যয়ের দিক থেকে ঢাকা সিএমএইচেই সবচেয়ে বেশি সেবা দেওয়া হয়েছে।"
সারজিস আলম তার পোস্টে জানান, আহত ও শহীদ পরিবারের পুনর্বাসনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরই তাদের অবস্থান।
জাতীয় নাগরিক পার্টির এই নেতার মতে, সেনাবাহিনীর এই কার্যক্রম "অপ্রচলিত হলেও মানবিক" উদাহরণ হয়ে থাকবে।
উল্লেখ্য, গত বছরের জুলাই ও আগস্ট মাসে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংগঠিত ছাত্র ও নাগরিক আন্দোলনে সহিংসতায় বহু মানুষ আহত ও নিহত হন। এরপর সেনাবাহিনী ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসনে সরাসরি অংশ নেয়।