কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপে আশ্রয় নেওয়া ২০ রোহিঙ্গাকে এখনো মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা জানিয়েছে, “বিক্ষুব্ধ আবহাওয়ার কারণে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া স্থগিত রয়েছে।”
শুক্রবার (২৫ জুলাই) বেলা সাড়ে এগারোটা নাগাদ একটি ট্রলার সেন্ট মার্টিন দ্বীপে এসে ভিড়ে। ট্রলারটিতে অবস্থিত রোহিঙ্গাদের মধ্যে ১৬ জন পুরুষ, ৩ জন নারী ও একজন শিশু রয়েছে। তাদের মধ্যে পাঁচজনই একই পরিবারের সদস্য।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, ট্রলারটি জব্দ করা হয়েছে এবং বর্তমানে রোহিঙ্গা নাগরিকেরা বিজিবির হেফাজতে রয়েছেন।
তিনি আরো জানান, রোহিঙ্গারা জানিয়েছে, “মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের জেরে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। কেউ কেউ কারাবন্দি ছিলেন, মুক্তি পাওয়ার পরই নিরাপত্তা জনিত কারণে পালিয়ে আসার সিদ্ধান্ত নেন।”
বিজিবির এক কর্মকর্তা বলেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আসলে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।
সিটিজি পোস্ট/এমসি
৩০ আগস্ট, ২০২৫
কক্সবাজারের টেকনাফে নাফ নদে জলসীমা অতিক্রমের অভিযোগে বাংলাদেশ কোস্ট গার্ড ১৯টি ট্রলারসহ ১২২ জন জেলেকে আটক করেছে। আটক জেলেদের মধ্যে ৯৩ জন রোহিঙ্গা এবং ২৯ জন বাংলাদেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।শুক্রবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টেকনাফ পৌরসভার জাইল্যাপাড়া থেকে শাহপরীর দ্বীপ মোহনা পর্যন্ত নাফ নদের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।কোস্ট ...
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
২৯ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
কক্সবাজারের টেকনাফে নাফ নদে জলসীমা অতিক্রমের অভিযোগে বাংলাদেশ কোস্ট গার্ড ১৯টি ট্রলারসহ ১২২ জন জেলেকে আটক করেছে। আটক জেলেদের মধ্যে ৯৩ জন রোহিঙ্গা এবং ২৯ জন বাংলাদেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।শুক্রবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টেকনাফ পৌরসভার ...