বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক, স্বাস্থ্যসেবা ও ভোক্তা ইলেকট্রনিক্সসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীনা বিনিয়োগকারীরা। সম্প্রতি সাংহাই ও গুয়াংজৌতে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠক ও সেমিনারে চীনের শতাধিক বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে দৃঢ় আগ্রহ প্রকাশ করেন।
রোববার (২৭ জুলাই) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২১ জুলাই সাংহাইয়ে ‘বাংলাদেশ-চীন বিনিয়োগ সেমিনার’ অনুষ্ঠিত হয়। বিডা ও বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত ওই সেমিনারে একশরও বেশি চীনা বিনিয়োগকারী অংশ নেন।
২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত সাংহাই ও গুয়াংজৌয়ে এই বিনিয়োগ প্রচার কার্যক্রমে নেতৃত্ব দেন বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সফরকালে প্রতিনিধি দলটি ২৫টিরও বেশি চীনা কোম্পানির সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করে।
বৈঠকগুলোতে বাংলাদেশে বিনিয়োগের নতুন সম্ভাবনা, বিদ্যমান প্রকল্প সম্প্রসারণ, এবং সাম্প্রতিক নীতিগত সংস্কার ও সুবিধাদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মুদ্রার স্থিতিশীলতা, বিনিয়োগ প্রক্রিয়ার ডিজিটালাইজেশন ও দ্রুত সেবা প্রদানের বিষয়গুলো চীনা বিনিয়োগকারীদের কাছে তুলে ধরা হয়।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “চীনা কোম্পানিগুলোর আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণ আমাদের আশাবাদী করেছে। আমরা বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন সংস্কার কার্যক্রম নিয়েছি, যা ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হচ্ছে।”
এই সফরে বিডা ও বেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যুক্ত ছিলেন সিটিব্যাংক এনএ, ইস্টার্ন ব্যাংক, এইচএসবিসি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রতিনিধিরা। সফরের অংশ হিসেবে চীনের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এবং চীনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এছাড়া, পূর্ব এশিয়ায় বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয় স্থাপনের সম্ভাব্যতা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, যার মাধ্যমে এই অঞ্চলে বিনিয়োগ সহায়তা কার্যক্রম আরও গতিশীল করা হবে বলে জানায় বিডা।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি থাকছে ১ ও ২ অক্টোবর। এরপর ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন বন্ধে বাড়ি ফেরা ও ভ্রমণ...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি...