ট্রলারসহ বাংলাদেশি ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৯ অক্টোবর, ২০২৫

ট্রলারসহ বাংলাদেশি ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি

মিয়ানমারের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করার অভিযোগে একটি বাংলাদেশি মাছ ধরার ট্রলারসহ ৭ জন জেলেকে আটক করেছে সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ)।

টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমদ বুধবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ২৭ অক্টোবরও ৪ জন জেলেসহ একটি ফিশিং ট্রলার ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি।

সাজেদ আহমদ জানান, টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শাওন নামে এক ব্যক্তির মালিকানাধীন ট্রলারটি সাগরে মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথে মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক হয়। ট্রলারটিতে মোট ৭ জন জেলে ছিলেন।

মিয়ানমারভিত্তিক সংবাদ মাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, ২৮ অক্টোবর আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা উপ-ইউনিট সমুদ্রপথে টহল চলাকালে বাংলাদেশি ট্রলারগুলোকে শনাক্ত করে। সন্ধ্যা সাড়ে ৭টায় মংডু টাউনশিপের একরাজা গ্রাম উপকূল থেকে প্রায় ২.১৪ কিলোমিটার পশ্চিমে ট্রলারটি আটক করা হয়। ট্রলার থেকে তিনটি মাছ ধরার জাল এবং প্রায় ২৬০ কেজি বিভিন্ন প্রজাতির মাছও জব্দ করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন জানিয়েছেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়দের মাধ্যমে তিনি শুনেছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট বাহিনীকে জানানো হয়েছে।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
কক্সবাজার