.png&w=3840&q=75)
চট্টগ্রাম মহানগরের রহমাননগর হিলভিউ এলাকার ১০নং রোডস্থ মুক্তিযোদ্ধা কলোনীর এক পরিত্যক্ত টিনের ঘরে অভিযান পরিচালনা করে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৫ অক্টোবর রাত ১০টায় পাঁচলাইশ মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ রিয়াদ উছ সালেহীনের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে উক্ত মাদকসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে পাঁচলাইশ মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ রিয়াদ উছ সালেহীনের নেতৃত্বে নগরীর রহমাননগর হিলভিউ এলাকার ১০নং রোডস্থ মুক্তিযোদ্ধা কলোনীর জনৈক শাহেদ-এর পরিত্যক্ত টিনের ঘরে অভিযান পরিচালনা করেন। অভিযানে মোঃ ইউনুচ মিয়া এক মাদক (৩৩), ব্যবসায়ীকে গ্রেফতার। মোঃ ইউনুচ মিয়া বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অদিবাসী। তাকে চট্টগ্রামের হিলভিউ আবাসিক এলাকা ১০নং রোড এক বাসা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, অভিযানের সময় আসামির নিকট থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাঁচলাইশ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে পাঁচলাইশ মডেল থানা আসামিকে আদালতে সোর্পদ করে ।
সিটিজিপোস্ট/জাউ