গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ গ্রেফতার ০৭ শীর্ষ সন্ত্রাসী

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৬ নভেম্বর, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ গ্রেফতার ০৭  শীর্ষ সন্ত্রাসী

গাজীপুর সদরের শ্রীপুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ৭ জন অপরাধী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে হত্যাসহ মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী এনামুল হক মোল্লা এবং শওকত মীর।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর ) মধ্যরাতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২টি ৭.৬৫ মিমি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গোলাবারুদ, ৪টি ওয়াকি-টকি সেট, ২টি স্টান গান, ১টি নেইল গান, ২টি লাইসেন্সবিহীন মোটরসাইকেল এবং অন্যান্য ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের কঠোর অভিযান অব্যাহত রয়েছে। তারা নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট সরাসরি জানাতে।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
জাতীয়অপরাধ