এনসিপির নেতৃত্বে তিন দলের নতুন নির্বাচনী জোট

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৭ ডিসেম্বর, ২০২৫

এনসিপির নেতৃত্বে তিন দলের নতুন নির্বাচনী জোট

বিএনপি–জামায়াতের বাইরে নতুন একটি নির্বাচনী জোট গঠনের আলোচনার মধ্যেই আজ রোববার আনুষ্ঠানিকভাবে তিন দলের নতুন রাজনৈতিক জোট ঘোষিত হতে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। এই তিন দল নিয়ে গঠিত হচ্ছে নতুন এই জোট। তবে দুই সপ্তাহের আলোচনার পরও জোটে যোগ দিচ্ছে না গণ অধিকার পরিষদ।

আজ রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় ঢাকার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের ঘোষণা দেওয়া হবে। দলগুলোর পক্ষ থেকে জোটটিকে বলা হচ্ছে, ‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’।

দুপুর ১২টার দিকে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টির নেতারা যৌথভাবে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।

এবি পার্টির একটি সূত্রও সংবাদ সম্মেলন ও জোটের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, “এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের পাশাপাশি আরও কিছু দলের নেতা উপস্থিত থাকতে পারেন।”

গত মাসের শেষ সপ্তাহে চার দল—এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদ—মিলে একটি নির্বাচনী জোট করার আলোচনা শুরু করে। ২৭ নভেম্বর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে তাদের আত্মপ্রকাশ অনুষ্ঠানের প্রস্তুতিও চলছিল। এর আগের রাতে বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে নেতারা বৈঠকে বসেন।

বৈঠকে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের উদ্যোগে গঠিত প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ (United Peoples Bangladesh)–কে জোটে রাখা নিয়ে তীব্র আপত্তি দেখা দেয়। অন্যদিকে গণ অধিকার পরিষদের শীর্ষ পর্যায়ে জোটে যোগ দেওয়া নিয়ে মতভেদ দেখা দেয়। ফলে সেদিন কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয় এবং আলোচনা অনিশ্চয়তায় পড়ে।

আজ যে জোটের ঘোষণা দেওয়া হবে, সেখানে আপ বাংলাদেশ ও গণ অধিকার পরিষদ থাকছে না।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
জাতীয়রাজনীতি