চট্টগ্রামের যুবদল নেতা এমদাদুল হক বাদশাহ'র বহিষ্কারাদেশ প্রত্যাহার
অনলাইন ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৬ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি দেশের কয়েকটি জেলার বিভিন্ন ইউনিটের বেশ কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ পিন্ঠু ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
আজ শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামসহ বিভিন্ন জেলা যুবদলের আওতাধীন বেশ কয়েকজন উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতার বহিষ্কারাদেশ পূর্বে জারি করা হয়েছিল। পরবর্তীতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুর মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সকল বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন— আসাদুর রহমান, মো. রিমানুল ইসলাম রিমু, মো. রুহুল আমিন শিকদার (আকরাম), মো. সাইফুল মৃধা, মো. আব্দুল হামিদ পিন্টু, বদিউজ্জামান শেখ রুবেল, এমদাদুল হক বাদশা, মো. শফিকুল ইসলাম দুলু, তাহসিন জামাল রোমেল, শামীম হাওলাদার, মো. ইউনুছ আলী খন্দকার (লাভলু), শামীম মিয়া, মো. রফিকুল ইসলাম এবং মো. সেলিম আহমেদ।




