রাঙ্গুনিয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

সিটিজি পোস্ট প্রতিবেদক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৭ নভেম্বর, ২০২৫

রাঙ্গুনিয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

চট্টগ্রামের উত্তর রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী অভিযানে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০০ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার।

তিনি জানান, বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে রাজানগর ইউনিয়নের মধ্য ঘাগড়াকুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তার সার্বিক নির্দেশনায় এসআই দেলোয়ার হোসেন ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।

আটক ব্যক্তিরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের মধ্য ঘাগড়া গ্রামের আজিজুল হক ওরফে ‘জলক্ক্যা’র স্ত্রী নাছিমা বেগম (৪০), তার দুই ছেলে মো. নিজাম উদ্দিন ওরফে সোর্স নিজাম (২৯) ও ইরফানুর রহমান আরমান (২০), এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার হাতিমারা গ্রামের মৃত মো. আবদুল্লাহ মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন রাসেল (২২)।

অভিযানে আজিজুল হক ওরফে ‘জলক্ক্যা’র নিজ বাড়ি থেকে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। তবে মূল হোতা আজিজুল হক ওরফে ‘জলক্ক্যা’ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, উত্তর রাঙ্গুনিয়ার গহীন অরণ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় মাদকের অবাধ ব্যবসা চলছে। তাদের দাবি, পুলিশ নিয়মিত অভিযান চালালে এ অঞ্চলে মাদক ব্যবসার অবসান ঘটানো সম্ভব হবে।

ওসি শিফাতুল মাজদার বলেন, গ্রেপ্তারকৃতদের পুরো পরিবারই মাদক ব্যবসার সাথে জড়িত। আজিজুল হক একজন পেশাদার মাদক ব্যবসায়ী, যিনি একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ক্রয়-বিক্রয় চালিয়ে আসছিল।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজাসহ চারজনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মূল মাদক সম্রাট আজিজুল হক ওরফে ‘জলক্ক্যা’কে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তরঅপরাধ