প্রধান বিচারপতি যাচ্ছেন পবিত্র ওমরায়, ভারপ্রাপ্ত দায়িত্বে বিচারপতি আশফাকুল ইসলাম
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৪ ডিসেম্বর, ২০২৫

প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব সফরে যাওয়ায় আগামী ১৯ থেকে ২৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বিচারপতি মো. আশফাকুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আইন ও বিচার বিভাগ সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ দায়িত্বে ফিরে না আসা পর্যন্ত বিচারপতি মো. আশফাকুল ইসলাম চিফ জাস্টিসের দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. আশফাকুল ইসলামকে রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী চিফ জাস্টিসের দায়িত্ব পালন করার অনুমোদন দিয়েছেন।
সিটিজিপোস্ট/জাউ




