হালিশহরে চোর চক্রের মূল হোতাসহ ৫ জন গ্রেপ্তার; উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৪ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) হালিশহর থানার অভিযানে সক্রিয় চোর চক্রের মূল হোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে চোরাইকৃত ৭ ভরি ৭ আনা ৪ পয়েন্ট স্বর্ণালংকার এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ) চট্টগ্রাম মহানগর পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতেি এ তথ্য জানানো হয়।
মামলার তদন্তে হালিশহর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুরুল আবছার এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফের নেতৃত্বে একটি চৌকস টিম ট্টগ্রাম মহানগরী, নোয়াখালী জেলা এবং হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের মূল হোতা আব্দুল আলিম ওরফে শাকিল (২৯), ইয়াসিন আরাফাত শাকিল (২৫)সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে বাদীর চোরাই স্বর্ণালংকারের একটি বড় অংশ—মোট ৭ ভরি ৭ আনা ৪ পয়েন্ট স্বর্ণ—ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর (২০২৫) রাত আনুমানিক ৩টার দিকে হালিশহর থানাধীন গোল্ডেন আবাসিক এলাকা একটি ফ্ল্যাটে জানালার গ্রিল সেলাই রেঞ্জ দিয়ে কেটে চোরেরা প্রবেশ করে। তারা আলমারিতে রাখা প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ ১১ হাজার টাকা এবং একটি রিয়েলমি C১১ মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী ফয়সল আবদুল্লাহ আদনান (৪২) বাদী হয়ে হালিশহর থানায় মামলা দায়ের করেন।
সিটিজিপোস্ট/জাউ




