চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ০৫জন নিহত

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৫ নভেম্বর, ২০২৫

চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ০৫জন নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী মারছা বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দীঘি সেনা ক্যাম্পের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে চার নারী ও একজন শিশু রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। আহতদের চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দুর্ঘটনার পর সেনা সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।”

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
কক্সবাজার