কক্সবাজারে পৃথক দুটি স্থান থেকে দুইজনের লা/শ উদ্ধার: একজনকে হ/ত্যা, অন্যজন অজ্ঞাত

সিটিজি পোস্ট প্রতিবেদক

কক্সবাজার প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৬ অক্টোবর, ২০২৫

কক্সবাজারে পৃথক দুটি স্থান থেকে দুইজনের লা/শ উদ্ধার: একজনকে হ/ত্যা, অন্যজন অজ্ঞাত

কক্সবাজার জেলার উখিয়া ও চকরিয়া উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে উখিয়ায় এক ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর চকরিয়ায় উদ্ধার হওয়া আরেকটি লাশের পরিচয় এখনো জানা যায়নি।

উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব লেঙ্গুর বিল গ্রামের মোহাম্মদ আলম নামের এক ব্যক্তিকে বুধবার (১৫ অক্টোবর) রাতে ধানক্ষেত থেকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে একইদিন সন্ধ্যায় চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি এলাকার চৌয়ারফাড়ি ব্রিজের নিচ থেকে অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান, “লাশটি নদীর পানিতে আটকে ছিল। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার বলেন, “অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”

পুলিশ জানিয়েছে, দুটি ঘটনায়'ই তদন্তাধীন রয়েছে।

সিটিজিপোস্ট/ এসএইচএস

ক্যাটাগরি:
কক্সবাজার