দাশুন শানাকার ঝড়ো ফিফটিতে মাঝারি মানের সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। জবাবে শুরুতে তানজীদ হাসান তামিমকে হারিয়ে বিপদে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সাইফ হাসান ও অধিনায়ক লিটনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপ কাটিয়ে উড়ন্ত শুরু পায় টাইগাররা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে লঙ্কানরা ৭ উইকেটে তোলে ১৬৮ রান। জবাবে ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে লিটনের দল।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬১ রান আসে সাইফ হাসানের ব্যাট থেকে। তাওহীদ হৃদয়ও খেলেন দারুণ ইনিংস, করেন ৫৮ রান। শেষদিকে কিছু রোমাঞ্চ তৈরি হলেও ১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।