দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ নিশ্চিতের লক্ষ্যে মাঠে বাংলাদেশ, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২১ অক্টোবর, ২০২৫

প্রথম ওয়ানডেতে ২০৭ রানের স্বল্প পুঁজি নিয়েও ৭৬ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ দল। এবার সিরিজ নিশ্চিতের মিশনে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা।
মিরপুর শের-ই-বাংলায় দুপুর দেড়টায় শুরু হবে খেলা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
গত ম্যাচের পর সবচেয়ে আলোচিত বিষয় ছিল মিরপুরের ‘কালো উইকেট’। এবারও স্পিন-সহায়ক উইকেটকে কাজে লাগিয়ে ক্যারিবীয় ব্যাটারদের বিপদে ফেলতে চায় বাংলাদেশ। যদিও আজকের উইকেট অতটা কালো নয়, তবে স্পিনারদের জন্য সহায়ক হবে বলেই ধারণা করা হচ্ছে।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশ তিনজন স্পিনার ও দুই পেসার নিয়ে খেলেছিল। তবে দ্বিতীয় ম্যাচের আগে স্কোয়াডে যুক্ত হওয়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ আজকের একাদশে জায়গা করে নিয়েছেন। তার জায়গায় বিশ্রাম দেওয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকে।
ফলে আজ বাংলাদেশ মাঠে নামছে চারজন বিশেষজ্ঞ স্পিনার ও একজন পেসার নিয়ে। একমাত্র পেসার হিসেবে আছেন মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ:
সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, অ্যাকিম অগাস্তে, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুদাকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।
বাংলাদেশ যদি এই ম্যাচেও জয় পায়, তাহলে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ জয়। সবার নজর এবার স্পিনারদের দিকে—কারণ মিরপুরের উইকেট আর একবার স্পিন-ভূতের পাঁজরে কাঁপন ধরাতে প্রস্তুত।
সিটিজিপোস্ট/জাউ




