সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৬ আগস্ট, ২০২৫

সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা জীবনে পেলেন নতুন এক সফলতা। সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি থিসিস ডিফেন্স সফলভাবে সম্পন্ন করেছেন।

সোমবার (২৫ আগস্ট) মাঝরাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে মিথিলা এ তথ্য জানান। তিনি লিখেছেন, ‘অসাধারণ খুশি আর গর্ব নিয়ে জানাচ্ছি— আমি আমার পিএইচডি থিসিস ডিফেন্স সফলভাবে শেষ করেছি! এই মুহূর্তটি আমার পাঁচ বছরের কঠিন ও আবেগঘন একটা যাত্রার শেষ।’

মিথিলা আরও লিখেছেন, ‘এই পথচলা সহজ ছিল না। চাকরি, মাঝেমধ্যে অভিনয় ও পারিবারিক দায়িত্ব সামলে ডিগ্রি অর্জনের জন্য লড়াই করেছি। এই অভিজ্ঞতা আমাকে ধৈর্য ধরতে আর সবকিছু সামলাতে শিখিয়েছে।’

শেষে তিনি পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন, ‘আজ থেকে আমি গর্ব করে আমার নামের আগে ড. যোগ করতে পারি—যেটা আমি অনেক কষ্ট করে অর্জন করেছি।’

ক্যাটাগরি:
বিনোদন