বিচারকের স্ত্রীর সাথে অর্থনৈতিক বিরোধ থেকেই ছেলেকে হত্যা করা হয়েছে: আরএমপি

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৪ নভেম্বর, ২০২৫

বিচারকের স্ত্রীর সাথে অর্থনৈতিক বিরোধ থেকেই ছেলেকে হত্যা করা হয়েছে: আরএমপি

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলেকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে নতুন তথ্য তুলে ধরেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। সংস্থাটি জানায়, বিচারকের স্ত্রীর সাথে হামলাকারীর দীর্ঘদিনের অর্থনৈতিক বিরোধের কারণেই এই হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে আরএমপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরএমপি জানায়, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার লিমন মিয়া (৩৫) বিচারকের স্ত্রীর পুরোনো পরিচিত। পরিচয়ের সূত্র ধরে তিনি বিভিন্ন সময় আর্থিক সহায়তা নিতেন। একসময় টাকা দেওয়া বন্ধ হলে তিনি নানা ধরনের ব্ল্যাকমেইলের পথে হাঁটেন। ঘটনার দিন বেলা আড়াইটার দিকে লিমন বিচারকের ভাড়া বাসায় গিয়ে নিজেকে বিচারকের স্ত্রীর ছোট ভাই পরিচয় দিয়ে ভিতরে ঢোকেন। কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি ছুরি বের করলে বিচারকের স্ত্রী ভয়ে রুমে গিয়ে দরজা আটকিয়ে দেন। লিমন দরজা লাথি মেরে ভেঙে রুমে ঢোকার পর বিচারকের ছেলে তাওসিফ মাকে রক্ষা করতে এগিয়ে আসে।

আরএমপি আরও জানায়, ধস্তাধস্তির সময় লিমন বিচারকের স্ত্রী ও ছেলেকে ছুরিকাঘাত করে। সংঘর্ষে হামলাকারীও আহত হয়। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিচারকের ছেলে মো. তাওসিফকে মৃত ঘোষণা করেন। বিচারকের স্ত্রী গুরুতর আহত অবস্থায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলাকারী লিমনও আহত অবস্থায় পুলিশ পাহারায় চিকিৎসা পাচ্ছেন। ঘটনাস্থল থেকে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, বিচারকের স্ত্রীর সাথে অর্থনৈতিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান জানান, বিচারকের ছেলেকে সম্ভবত শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় শ্বাসরোধের চিহ্ন পাওয়া গেছে। হাঁটুর নিচে ও পায়ের আঙুলেও কাটা রয়েছে। আটক আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
জাতীয়