মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা দ্বিতীয়বারের মতো জিতলেন মিস ইউনিভার্স বাংলাদেশ এর মুকুট। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিন হাউসে অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ের মুকুট পরিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এবং মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল।
অনুষ্ঠানে ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক বলেন, “মিস ইউনিভার্স কেবল সৌন্দর্য প্রতিযোগিতা নয়, এটি বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস ও উদ্দেশ্যের বৈশ্বিক প্ল্যাটফর্ম। আমরা গর্বিত যে বাংলাদেশকে এই আসরে তুলে ধরতে পারছি।”
বিজয়ী হওয়ার পর অনুভূতি জানিয়ে মিথিলা বলেন, “আজ আমি যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি সবসময় আমার শক্তি ও অনুপ্রেরণা ছিলেন। এই অর্জন যেমন আমার, তেমনি তারও।”
এই সাফল্যের সুবাদে মিথিলা আসন্ন ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রতিযোগিতাটি আগামী নভেম্বর মাসে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণ প্রসঙ্গে মিথিলা বলেন, “আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। মর্যাদা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার সর্বোচ্চ চেষ্টা করব।”
প্রসঙ্গত, এর আগে ২০২০ সালেও মিস ইউনিভার্স বাংলাদেশ খেতাব জিতেছিলেন মিথিলা। তবে সে বছর করোনা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার সুযোগ হয়নি তার। এর আগে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর খেতাব জিতেছিলেন।
১৯ সেপ্টেম্বর, ২০২৫
ওজন কমানোর জন্য গ্রিন টি পরিচিত হলেও, হারবাল চায়ের জগতও সমানভাবে উপকারী। পিপারমিন্ট, হিবিসকাস, আদা–এর মতো ক্যাফেইনমুক্ত নানা ধরনের হারবাল চা ক্ষুধা কমাতে, হজম শক্তি বাড়াতে, মেটাবলিজম উন্নত করতে এবং মানসিক চাপজনিত খাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে সাহায্য করে। একই সঙ্গে বৈচিত্র্যময় স্বাদ ও গুণ আপনাকে প্রতিদিনের একই রকম চা বা গ্রিন টির একঘেয়েমি থেকেও মুক্তি ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৬ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
ওজন কমানোর জন্য গ্রিন টি পরিচিত হলেও, হারবাল চায়ের জগতও সমানভাবে উপকারী। পিপারমিন্ট, হিবিসকাস, আদা–এর মতো ক্যাফেইনমুক্ত নানা ধরনের হারবাল চা ক্ষুধা কমাতে, হজম শক্তি বাড়াতে, মেটাবলিজম উন্নত করতে এবং মানসিক চাপজনিত খাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে সাহায্য করে...