পটিয়ায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার আট
পটিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৪ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের পটিয়ায় যুবলীগের সদস্যসহ ৮জনকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে উপজেলা ও পৌরসদরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় পটিয়া উপজেলা যুবলীগের সদস্য আবু মাসুদ চৌধুরী, চুরির মামলায় আজগর আলী মানিক, জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মো. ইউছুপ, মো. সুমন, নুরুন্নবী, নুর মোহাম্মদ, আবুল কালাম, মিনহাজ উদ্দীনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে আবু মাসুদ চৌধুরী পটিয়া উপজেলা যুবলীগের সদস্য।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাসুদ চৌধুরী বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় এবং বাকিদের অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিটিজিপোস্ট/জাউ




